বাড়ির ঠিকানা নেই, বা, ঠিকানাতে বাড়ি নেই

দেওয়াল বলে, "স্বপ্নের নিশানায় নির্মম হও।"

বলে, "মাথা ঘামাও, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলো না।"

অদৃষ্ট 
জানায়, "ক্রমশ সবই সয়ে যাবে।"

হাঁকে, "আমরা-তোমরা খেলার দর বাজারে কেবলই বাড়বে!"


আমি শুধু ভাবি বিকেলের আকাশে 
সেই বকের কথা, যে বাসায় ফেরা বকপালের থেকে আলাদা;
একলা উড়ে চলে অজানা ঠিকানার সন্ধানে। 

Comments

Popular Posts